জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করলো নোবিপ্রবি শিক্ষার্থীরা
রাজধানী আগারগঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থী। রাজধানীর ব্যান্সডকে তাদের মাঠ প্রশিক্ষণ কর্মসূচির রবিবার সকালে জাদুঘরের গ্যালারি ও বিজ্ঞান নির্দশনগুলো ঘুরে দেখেন তারা। এছাড়াও অংশ নিয়েছেন ‘ডেঙ্গু প্রতিরোধে বিজ্ঞান সম্মত ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান জাদুঘরের উপপরিচালক এ. জে. এম. সালাহ্উদ্দিন নাগরী। এছাড়া আরও বক্তব্য রাখেন পরিচালক এ.কে.এম. লুৎফুর রহমান সিদ্দীক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সরকারের দিকে তাকিয়ে না থেকে নাগরিক হিসেবে নিজ নিজ জীবনাচরণে কঠোর অনুশাসন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
তিনি বলেন, “নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান , ক্যাম্পাস, রাস্তা ঘাট, বাড়ির আঙ্গিনা ময়লা আবর্জনামুক্ত রাখা এবং ড্রেনে, রাস্তাঘাটে, বাজারে বা যত্রতত্র প্লাস্টিক, পলিথিন না ফেলা, কোথাও পানি জমতে না দেওয়া ইত্যাদি নাগরিক শিষ্ঠাচার ও কর্তব্যের অপরিহার্য অংশ। কিন্তু সেগুলো প্রতিপালন না করায় যত বড় ড্রেন নির্মাণ কিংবা স্যুয়ারেজ লাইনের সম্প্রসারণ করা হোক না কেন, তার সুফল পাওয়া যাবেনা। অতএব তারুণ্যের শক্তি হিসেবে শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় জনসাধারণকে পরিবেশ সচেতন করা এবং জনমনে আইন মান্যতা সৃষ্টির জন্য সিটি করপোরেশন বা পৌরসভাগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সভা সেমিনারে পরিবেশবাদীরা যত বড়ই বক্তৃতা দিক না কেন, নাগরিক হিসেবে নিজেরা মাঠে নেমে পরিবেশ সুরক্ষায় তৎপর না হলে এককভাবে কোন কর্তৃপক্ষের পক্ষে ডেঙ্গু নির্মূল সম্ভব নয়।”







